No Result
View All Result
- পায়েল মুখোপাধ্যায় :-বাড়িতে পোষ্য রাখার আগে কি কি করবেন?
যৌথ পরিবার আজ বিরল।বেড়েছে ছোট ছোট পরিবারে একা একা থাকার অভ্যাস।বেশিভাগ ক্ষেত্রে একা থাকার অভ্যাস করতে হয়।যদি একা পোষ্য সাথে থাকে অনেকটা একাকিত্ব দুর হয়।মনটাও ভালো থাকে।যাদের বাড়িতে পোষ্য আছে তারা অবগত কিন্তু যারা ভাবছেন বাড়িতে পোষ্য রাখবেন তাদের জন্য বলছি।
আগে ঠিক করুন কি রাখবেন।বেশিভাগ মানুষের পছন্দ,কুকুর কিংবা বেড়াল।কেউ কেউ পাখি খরগোস সাদা ইঁদুর পুষতে চান।প্রথমে আগে তাদের জন্য নির্দিষ্ট রাখার স্থান ঠিক করুন।অবশ্যই পরিস্কার পরিচ্ছন্ন,আরামদায়ক।সেখানে যেন আলো বাতাস পর্যাপ্ত থাকে। প্যাকেটজাত খাবার দেবার আগে নির্দিষ্ট সময়সীমা দেখে খেতে দেবেন।বাসি খাবার ভুলেও দেবেন না।
তাদের জন্য নির্দিষ্ট একটি পাত্রে জল দেবেন।তবে নিয়মিত তা বদলাবেন।প্রথমদিন থেকে ” টয়লেট ” করাবার ঠিক করে দেবেন,তাহলে অভ্যাসে পরিণত হবে।
পোষ্য রাখলে বেশকিছু প্লান্ট রাখা যাবেনা।যেমন- লিলি,আজিলিয়া,করবী,মানিপ্লান্ট,সাগো পাম জাতীয় গাছ।কারন পোষ্য দাঁত দিয়ে চিবোলে ক্ষতি হতে পারে।
সবশেষে বলবো নিয়মিত একজন পোষ্য চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
No Result
View All Result