একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে আমরা চলছি। আজ গণতন্ত্রের চতুর্থ স্তন্ত নিয়ে চারিদিকে নানা প্রশ্ন উঠছে। প্রশ্ন উঠছে সংবাদমাধ্যমের দায়বদ্ধতা নিয়ে।সেখানে দাঁড়িয়ে বলতে হয় সংবাদমাধ্যমের বিশ্বাসযোগ্যতা একেবারে তলানীতে এসে ঠেকেছে। অভিযোগ উঠছে পক্ষপাতমূলক সংবাদ পরিবেশন করা হচ্ছে। যার পোশাকি নাম ‘পেইড নিউজ’। ফলে পাঠক থেকে দর্শক, সকল মানুষই বিভ্রান্ত। পাশাপাশি খুন, ধর্ষণ, রাহাজানি আর রাজনীতির কচকচানির মধ্যে হারিয়ে যাচ্ছে প্রকৃত ‘খবর’।
এমন এক কঠিন সময়ের মধ্যে দাঁড়িয়ে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা ‘ডা: প্রেসক্রিপশন’। কাজটা সহজ হবে না জানতাম, তবুও বিশ্বাস ছিল আমরা পারব। কারণ কোনও রাজনৈতিক দলের কাছে দায়বদ্ধ আমরা নই। আমরা দায়বদ্ধ সাধারণ মানুষের কাছে। মানুষকে চিকিৎসা সম্পর্কে নতুন নতুন দিশা দেখাতেই আমরা নিয়ে এসেছিলাম সম্পূর্ন নতুন ভাবধারায় বাংলা স্বাস্থ্য বিষয়ক পত্রিকা।