বিপ্লব চট্টোপাধ্যায় ঃ-রুইপুর ফুলতলা দুর্গাপূজা কমিটির এবছর প্লাটিনাম জুবিলী। অর্থাৎ ৭৫ বছরে পদার্পণ করলো।পুজো র প্রস্তুতি পর্বে নানা সামাজিক কাজে তারা আয়োজন করেছেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের পাশাপাশি ২৩ শে ফেব্রুয়ারী রবিবার এক রক্তদান শিবিরের আয়োজন করেন।সকাল থেকে সদস্যদের সাথে সাথে সাধারণ মানুষের অংশগ্রহণ চোখে পড়ার মত।তবে বিশেষ আকর্ষণ ছিল মহিলাদের ভুমিকা। স্থানীয় বিধায়ক বিভাস সরদার জানান ফুলতলা দুর্গাপূজা কমিটির সারাবছর পুজো পার্বনের পাশাপাশি ইফতারের মত নানা সামাজিক কাজের মধ্যে জাতি ধর্ম নির্বিশেষে সকলকে নিয়ে সংহতির বার্তা নিয়ে কাজ করে যা বারুইপুরের মধ্যে উল্লেখযোগ্য।
সংস্থার সম্পাদক সোমনাথ চক্রবর্তী জানান – প্ল্যাটিনাম জুবিলীকে সামনে রেখে নানা সামাজিক অনুষ্ঠানের আয়োজন করেছেন তার মধ্যে রক্তদান অন্যতম।
সংস্থার সক্রিয় সদস্য পার্থ ভৌমিক জানান ৭৫ এ ৭৫ জন রক্তদান টার্গেট থাকলেও ৭৫ ছাড়িয়ে যাবে। সবটাই মানুষের উচ্ছাস আর ভালোবাসা।
তবে অনুষ্ঠানকে উজ্জীবিত করতে একাধিক রাজনৈতিক ব্যক্তি ছাড়া বিশিষ্ট মানুষের ভিড় চোখে পড়ে। আগামীদেন আরো সামাজিক কাজের মধ্যে বারুইপুর ফুলতলা দুর্গাপূজা কমিটিকে সক্রিয়ভাবে পাওয়া যাবে এমনটাই প্রত্যাশা মানুষের।