বারাকপুর: সোদপুর ১ নং দেশবন্ধু কলোনির বিশ্বজিৎ দাস হার্নিয়ার যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন।পানিহাটি সরকারি হাসপাতালের চিকিৎসক তাকে অপারেশনের কথা বলেন।এবং চিকিৎসকের পরিচিত নার্সিং হোমে যোগাযোগ করতে বলেন।সেই মত সেই বেসরকারি নার্সিং হোমে তার চিকিৎসা হয়।তবে হার্নিয়ার না করে অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন করেন।কারন হার্নিয়া অপারেশনে অর্থ পাওয়া যাবে না বলে এই কাজ করেছেন।রোগী বাড়ি ফেরার পর সমস্যা হওয়া পরিক্ষা করে বিষয়টি জানতে পারেন। একাধিক বার চিকিৎসকের সাথে যোগাযোগ করতে চাইলে চিকিৎসক পালিয়ে বেড়াচ্ছেন।