ডাঃ স্বপন বিশ্বাস :- অন্য রাজ্যে নিষিদ্ধ এবং বিষাক্ত রিঙ্গার ল্যাক্টেট স্যালাইনের বিশক্রিয়ায় ১ জন প্রসূতির মৃত্যু এবং ৩ জনের আশঙ্কাজনক অবস্থা। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে,পূর্ণাঙ্গ বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়ে আজ SDF/ MSC/ NU এর পক্ষ থেকে স্বাস্থ্য ভবনে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভে নেতৃত্ব দেন SDF এর সাধারণ সম্পাদক ডা:সজল বিশ্বাস এবং MSC র রাজ্য সম্পাদক ডা:বিপ্লব চন্দ্র। শতাধিক ডাক্তার ,জুনিয়র ডাক্তার এবং নার্স এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বিক্ষোভে আন্দোলনকারী’ দের ডেপুটেশন দিতে পুলিশ বাধা দেয় এবং তাদের উপর বর্বরোচিত আক্রমণ চালায়। আন্দোলনকারীরা পুলিশের ভূমিকাকে তীব্র ধিক্কার জানিয়ে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।
মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ নিয়ম বহির্ভূতভাবে সমস্ত পিজিটিদের অপারেশন করতে পারবে না বলে যে নির্দেশিকা জারি করেছে,তা বাতিল করার দাবি তোলা হয়। বর্তমানে ৫০% শিক্ষক চিকিৎসকের পদ ফাঁকা থাকায় পিজিটিরাই যে হাসপাতাল গুলো চালায় সে কথা উল্লেখ করে আন্দোলনকারীরা বলেন পিজিটিদের অপারেশন বন্ধ করা হলে হাসপাতাল পরিষেবা মুখ থুবড়ে পড়বে।
রাজ্য সরকার ইতিমধ্যেই এই ভয়ঙ্করতম ঘটনা ধামাচাপা দিতে দলদাস সিআইডি কে তদন্তের ভার দিয়েছে এবং ডাক্তার নার্সদেরকে বলির পাঠা করার চেষ্টা করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়ে ঘটনার গভীরতা বিচার করে পূর্ণাঙ্গ বিচার বিভাগীয় তদন্ত এবং প্রকৃত দোষীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানাচ্ছি। দাবি না মানলে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।