বিপ্লব চট্টোপাধ্যায় ঃ প্রতিটি বাড়িতে জ্বর, সর্দি কাশি লেগেই আছে।বেশভাগ মানুষ চিকিৎসক ছাড়া কয়েকটি কমন ওষুদ ব্যবহার করেন।যার মধ্যে সবচাইতে কমন প্যারাসিটামল।জানলে অবাক হবেন গুনগত মান পরিক্ষায় ডাহা ফেল করেছে।কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের পরিক্ষায় ১৪৫ টি ওষুধ তাদের গুনগত মানে ফেল করেছে। বেশকিছু ওষুধকে কঠোর ভাবে নিষেধাজ্ঞা করা হয়েছে। তাহলে বিকল্প মেডিসিন কি? কেউ জানে না।বা এর কোন সঠিক উত্তর এখন নেই।