বনগাঁঃ- জেলার সরকারি হাসপাতালে জটিল অস্রোপচার করে নতুন নজির গড়লো বনগাঁর সুপার স্পেশালিটি হাসপাতাল। নদিয়ার গাংনাপুরের বছর ৩৫ এর বাসিন্দা জ্যোস্না দাস পড়ে গিয়ে পায়ে চোট পান।ব্যাথার মেডিসিন আর হোমিওপ্যাথি চিকিৎসা করে সুস্থ্য না হয়ে অর্থোপেডিক্স সার্জেন ডাঃ স্বপন মন্ডলকে দেখালে তিনি স্বাস্থ্য সাথী মাধ্যমে অপারেশন করেন।এবং সুস্থ্য হয়ে ওঠেন।কিন্তু আবার বিপত্তি আবার দুর্ঘটনা ঘটে।এবার কোমরের হিপ জয়েন্টে সমস্যা হয়।পুনরায় ডাঃ স্বপন মন্ডলের কাছে গেলে টোটাল হিপ রিপ্লেসমেসন্টের পরামর্শ দেন।
এধরনের অপারেশনে অনেক খরচ।জ্যোস্না দাসের পরিবার সঙ্কটে পড়েন।শেষে ডাঃ স্বপন মন্ডল বনগাঁ মহকুমা হাসপাতালের সুপার তথা বিশিষ্ট আনাস্থেটিস ডাঃ কৃষ্ণ চন্দ্র বড়ায়ের তত্বাবধানে জটিল অপারেশনের মাধ্যমে “টোটাল হিপ রিপ্লেসমেন্ট” করেন।এবং সফল হয় অপারেশন। সরকারি হাসপাতালে এধরনের জটিল অপারেশন প্রথম এবং সফল।ডাঃ স্বপন মন্ডল চিকিৎসক হিসাবে অঞ্চলের মানুষের কাছে আজ জন দরদী ও জনপ্রিয়। তবে ডাঃ মন্ডল সম্পুর্ন কৃতিত্ব দেন হাসপাতালের সহকর্মীদের।