১০ লক্ষ টাকার বিনিময়ে ভুল রিপোর্ট এর অভিযোগ। সিবিআই এর হাতে গ্ৰেপ্তার বর্ধমান এর নামি চিকিৎসক ডাঃ তপন কুমার জানা । তিনি মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগের প্রধান । ১০ লক্ষ টাকা ঘুষ নিয়ে বেঙ্গালুরুর একটি বেসরকারী চিকিৎসাকেন্দ্রকে ভালো রিপোর্ট দেওয়ার অভিযোগ রয়েছে । জাতীয় মেডিকেল কাউন্সিল এর পক্ষ থেকে মূল্যায়ণের সময় বেসরকারী মেডিকেল কলেজের কাছ থেকে ১০ লক্ষ টাকা ঘুষ নেন । আরও জানা গেছে , কলকাতার একটি বেসরকারী চিকিৎসাকেন্দ্রে এক প্রসুতি ভর্তি হন । সিজার করে সন্তান প্রসবের পর দেখা যায় ওই মহিলার একটি কিডনি নেই । এ বিষয়ে অভিযোগ দায়ের হবার পরেই শুরু হয় তদন্ত । যে চিকিৎসক অপারেশন করেছিলেন তার কলকাতা ও বর্ধমানের বাড়িতে রাতভর তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । সেই চিকিৎসক হলেন ডাঃ তপন কুমার জানা । ইতিপূর্বে কিডনি পাচার নিয়ে বড়সড় তদন্ত শুরু হয়েছিল । জালের হদিশ পেতে তদন্তকারীরা চেষ্টা চালাচ্ছিলেন । সেই সুত্রেই কলকাতার বেসরকারী চিকিৎসাকেন্দ্রে এই অভিযোগ আসার পরেই পদক্ষেপ নেয় সিবিআই । তদন্তকারীদের অনুমান কিডনি পাচার চক্রের সাথে যোগ রয়েছে এই চিকিৎসকের । তাকে কলকাতার বাড়ি থেকে গ্ৰেপ্তার করে নিজেদের হেফাজতে নিয়ে বিষয় খতিয়ে দেখতে চায় সিবিআই । উত্তর ২৪ পরগনার অশোকনগর থেকে কিডনি পাচার চক্রের বড় মাথাদের গ্ৰেপ্তার করা হয়েছে কিছুদিন আগেই । নামি চিকিৎসকের সাথে যোগসুত্র রয়েছে বলে অনুমান । চিকিৎসকের বর্ধমানের বাড়ি থেকে নগদ টাকা , সোনা ও হীরের অলঙ্কার , কম্পিউটার হার্ডডিস্ক সহ নানা নথি বাজেয়াপ্ত করেছে সিবিআই ।